চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় যুবলীগ নেতাকে কুপিয়ে জখম

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি,  আবদুল মান্নান, ১৯ সেপ্টেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাধা দেয়ায় নাজিম উদ্দন নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে সংঘবদ্ধ চক্র।

এ ঘটনায় যুবলীগ নেতার ভাই কনকাপৈত ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ সোহরাওয়ার্দী বাদি হয়ে মাদক ব্যবসায়ী মাঈন উদ্দিন প্রকাশ খোকা, নাসির উদ্দিন, আবদুল হামিদ প্রকাশ লিমন ও লোকমান হোসেন নামে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ রেজাউল করিম।

অভিযোগে জানা যায়, উপজেলার কনকাপৈত ইউনিয়নের পন্নারা গ্রামের খোকা, নাসির, লিমন ও লোকমান হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী। একই এলাকার যুবলীগ নেতা নাজিম উদ্দিন তাদেরকে মাদক ব্যবসায় বিভিন্ন সময় বাধা প্রদান এবং প্রতিবাদ করে আসছিল।

এতে ক্ষিপ্ত হয়ে ওই মাদক ব্যবসায়ীরা বুধবার দুপুরে নাজিম উদ্দিনকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন আহত নাজিম উদ্দিনকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে আশঙ্কাজনক অবস্থায় নাজিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক রেজাউল করিম বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত চলছে। বিবাদীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *