কুমিল্লা মনোহরগঞ্জ বাস-সিএনজি সংঘর্ষে নিহত-৩, আহত-৩

কুমিল্লা প্রতিনিধি,  আবদুল মান্নান, ১৮ সেপ্টেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা মনোহরগঞ্জের নাথেরপেটুয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও দুই যাত্রীসহ তিনজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে নারী ও শিশুসহ আরও চারজন। তাদের মধ্যে দুই শিশু ও এক নারীকে নাথেরপেটুয়া ভূঁইয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মুমূর্ষু অবস্থায় একজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বলছেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়া পুরাতন বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিন ব্যক্তিরা হলেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার পাঁচচুপা গ্রামের জালাল আহম্মেদের ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক মোহাম্মদ শাহাদাত হোসেন (৩৫), একই জেলার চাটখিল উপজেলার সুন্দরপুর গ্রামের আবুল খায়েরের ছেলে নুর হোসেন (৪০) এবং কুমিল্লার লাকসাম উপজেলার পোলাইয়া গ্রামের আবদুর রহিমের ছেলে মো. রাফি (২৫)।

সহকারী পুলিশ সুপার (লাকসাম-মনোহরগঞ্জ থানার সার্কেল) মো. মুহিতুল ইসলাম বলেন, নোয়াখালী থেকে ঢাকা অভিমুখী হিমাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কায়। ধাক্কা দিয়ে বাসটি ঘুরে গিয়ে বিপরীত দিক থেকে আসা নোয়াখালী অভিমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এসময় বাস চাপায় সিএনজির ৩ যাত্রী ঘটনাস্থলে মারা যায়।

লাকসাম সার্কেলের সহকারী পুলিশ সুপার মুহিতুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি উদ্ধার করা হচ্ছে।আহতের চার যাত্রীর মধ্যে একজনকে মুমূর্ষু অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এক দুর্ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *