করোনায় মারা গেলেন ইবি অধ্যাপক ড. আকরাম হুসাইন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৭ জুলাই, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হুসাইন মজুমদার মৃত্যুবরণ করেছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক ড. আকরাম হুসাইন মজুমদার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন, সাবেক চেয়ারম্যান, জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্ট ও প্রভোস্ট কমিটির সাবেক আহব্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। গ্রামের বাড়ি চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের কাদঘর গ্রামে। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুকালে গুণী এই অধ্যাপক স্ত্রী, দুই ছেলে এবং অগণিত শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে স্থানীয় স্কুল মাঠে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, গত ১৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে পরদিন ওই হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থা সংকটাপন্ন হলে গত রোববার ২৫ জুলাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *