এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত, পাসের হার ৭৭.৭৭ শতাংশ

ঢাকা, ০৬ মে, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) :  মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশিত হয়েছে। দেশের ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

আজ সকাল ১০ টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণভবনে এর ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল জানতে পারবে। এসএমএসের মাধ্যমে যে কোনো মোবাইল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট http://www.educationboardresults.gov.bd  ওয়েবসাইটে গিয়ে ফলাফল ডাউনলোড করা যাবে। SSC/DAKHIL লিখে স্পেস দিয়ে বোর্ডেও নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৮ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *