নোয়াখালীতে ১ হিন্দু যুবকের ইসলাম গ্রহণ

নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ২২ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের পূর্বচরবাটা গ্রামের এক হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সে হল ভবরঞ্জন নাথের ছেলে উদ্দব দেবনাথ (১৯), বর্তমান নাম মো. আবদুর রহিম। গতকাল রোববার (২১ মার্চ) বিকালে সে নোয়াখালী পাবলিক এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি ঘোষণা করে।

মুসলমান হওয়ার ঘোষণাপত্রে উল্লেখ করেন, জন্মসূত্রে আমি হিন্দু হওয়ার পরে যখন আমার বুঝ জ্ঞান হইতে তাকে তখন থেকে মুসলমানদের সাথে আমার সম্পর্ক থাকায় এবং আমার সমবয়সী মুসলমান ছেলে মেয়েদের সাথে খেলাধুলা লেখা পড়ার করার সময়ে ইসলাম ধর্মের যাবতীয় আচার আচরন রীতিনীতি ও কোরআন হাদীসের সত্য বাণী সম্পর্কে অবগত হইয়া ইসলামের প্রতি আমার ভালো ধারণা হয়।

সমাজে মুসলমানদের সকল রীতিনীতি ভালো বলে আমি দেখে শুনে বুঝে সিন্ধান্ত নিই যে, সনাতন ধর্ম (হিন্দু ধর্ম) ত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করার সিন্ধান্ত নিই। আমার মনে বিশ্বাস জন্মে যে একমাত্র ইসলাম ধর্মই শান্তি ও মুক্তির পথ। উক্ত সিন্ধান্ত মোতাবেক মাওলানা মো.ইলিয়াছ গাজী আমাকে পবিত্র কালেমায়ে ত্যাইয়েবা লা-ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুল্লাহ (সা) পড়ায়ে এবং অন্যান্য কালেমা পড়ায়ে আমাকে মুসলমান করে। আমার বর্তমান নাম মো.আবদুর রহিম রাখিলাম।

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো জানান, ওই যুবক পেশায় স্বর্ণকার। প্রথমে সে তার পরিবারকে তার ইসলাম ধর্ম গ্রহণ করার বিষয়টি জানায়। এক পর্যায়ে সে নিজে এফিডেভিটের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করে। সে থানায় লিখিত দিয়েছে এবং এফিডেভিট জমা দিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *