করোনা মহামারীতে কেউ অনাহারী থাকবে না-সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২১ মে, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন-করোনা ভাইরাস মহামারীর সময় কেউ অনাহারী থাকবে না। আ’লীগ নেতৃত্বাধীন সরকার কর্মহীনদের খাদ্য সঙ্কট মেটাতে দিনরাত কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশে চৌদ্দগ্রামবাসীর কল্যানে আমিও সরকারের পাশাপাশি নিরলস ভাবে কাজ করছি। এরমধ্যে ত্রাণ মন্ত্রণালয় থেকে ১০০ টন চাল বিশেষ বরাদ্দ এনেছি। ব্যক্তিগত তহবিল থেকে প্রতি ইউনিয়নের ১০০ জন গরীব ও কর্মহীন মানুষের জন্য ১০০০ টাকা করে মোট ১৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন দিনমজুর, ভ্যান চালক, রিকশাচালক, হকার, জেলে, শীল, মুচি, কামার, ভিক্ষুক, মেথর, রাজমিস্ত্রীদের মাঝে মানবিক সহায়তা হিসাবে প্রধানমন্ত্রীর নির্দেশে এবং সদয় অনুগ্রহে প্রাপ্ত ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুজিবুল হক এমপি এসব কথা বলেন।

চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিবুল হক এসপি সহধর্মীনি এডভোকেট হনুফা আক্তার রিক্তা, উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসান, পৌর মেয়র মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আ’লীগ জিএম মীর হোসেন মীরু, আকতার হোসেন পাটোয়ারী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, ছাত্রলীগের কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারী লোকমান হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা শাখার তৌফিকুল ইসলাম সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *