সাতক্ষীরায় হোম কোয়ারেন্টানে ৩৫৩৬, নমুনা সংগ্রহ ১৯৯ ও প্রাপ্তি রিপোর্ট ২৮ নেগেটিভ
সাতক্ষীরা জেলা প্রতিনিধি, হেলাল উদ্দীন, ১৮ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৫৩৬ জনকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ২২৫ জনকে।
এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালের আইসোলশনে রয়েছে ৩ জন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানে রয়েছে আরো ২১ জন।
এদিকে, সাতক্ষীরা জেলা থেকে মোট ১৯৯ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে। এদের মধ্যে ২৮ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। ২৮ টি রিপোর্টই নেগেটিভ এসেছে। বাকীদের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।