রাজারহাটে শিক্ষকদের সাথে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ বিষয়ক মত বিনিময়

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ১৮ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে করনীয় বিষয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় উপজেলার ৭টি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) প্রধানগণ উপস্থিত ছিলেন।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চেযারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পীর সভাপতিত্বে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রি কলেজ অধ্যক্ষ সফিকুল ইসলাম রানা, রাজারহাট মডেল মহিলা বিএম ও কৃষি ডিপ্লোমা কলেজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আয়েশা সিদ্দিকা, রাজারহাট ফাজিল মাদ্রাসা অধ্যক্ষ আবু-হক্কানী, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, রাজারহাট প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমূখ।

মত বিনিময় সভায় করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনাতা বৃদ্ধি ও অসহায় কর্মহীনদের সহায়তা প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *