শ্রীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ ঘর পুরে ছাই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, মোঃ ইসমাইল খন্দকার, ০১ ডিসেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গাজীপুরের শ্রীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে বিস্ফোরণে ৫টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। পরে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গতরাত সোয়া এগারোটার দিকে পৌর এলাকার কেওয়া নতুন বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, শনিবার রাত সোয়া ১১টার দিকে উপজেলার কেওয়া নতুন বাজার মধ্যপাড়া এলাকায় নূরুল হকের বসত বাড়িতে রান্নার সময় গ্যাস সিলিন্ডারের পাইপের লিকেজ থেকে এক অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে তা দ্রুত নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে এবং পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনে ওই বাড়ির পাঁচটি কক্ষ ও কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষয়-ক্ষতির পরিমান নির্ধারন করা যায়নি এবং কেউ আহত হয়নি বলেও জানান তিনি ।