চৌদ্দগ্রামে রাধাকৃষ্ণ মন্দির গীতাপাঠ পূর্ণ্য অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৭ নভেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে সর্বজনীন শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে গীতাপাঠ পূর্ণ্য অনুষ্ঠিত। রবিবার (১৭ নভেম্বর) বিকালে উপজেলার চিওড়া শীল বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বাবু নন্দন চৌধুরী।
শ্রী অনিল চন্দ্র শীলের সভাপতিত্বে এবং গণেশ শীলের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন চিওড়া ইউপি চেয়ারম্যান মো. একরামুল হক, কুমিল্লা জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবু নান্টু চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মাস্টার বাবু শ্রী অনিল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম কেন্দ্রীয় মহাশ্মশান এর সভাপতি মাস্টার শ্রী রূপম সেনগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন, চৌদ্দগ্রাম উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বাবু কনক চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা প্রান্তিক জনগোষ্ঠী শীল সংঘের সভাপতি মেহের চন্দ্র শীল।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন চিওড়া ইউনিয়ন হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান পরিষদের সাধারণ সম্পাদক সমির চন্দ্র শীল, রঞ্জিত শীল, প্রিয় লাল শীল, মরণ সূত্রধর, প্রদীপ চন্দ্র শীল, দীপঙ্কর চন্দ্র শীল, শয়ন চন্দ্র শীল, বাসুদেব দেবনাথ, দিলীপ চন্দ্র শীল, শামু চন্দ্র শীল, শিপন চন্দ্র শীল প্রমুখ।