চৌদ্দগ্রামে রাজস্ব খাতের অর্থায়নে বিনা ১১ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৬ নভেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গত বৃহস্পতিবার বিকালে কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে উপজেলা কৃষি অফিস কর্তৃক রাজস্ব খাতের অর্থায়নে বিনা ১১ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
উক্ত প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা হেডকোয়াটার খামার বাড়ীর অঞ্চলের উপ-পরিচালক আলী আহমেদ, বিশেষ অতিথি ছিলেন কুমিল্লার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ীর উপ-পরিচালক সুরজিত চন্দ্র দত্ত, বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রতন মিয়া।
চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল-মামুন এর সভাপতিত্বে উক্ত প্রদর্শনীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী মিয়া, আশিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে বিনা ধান ১৬ নতুন জাতের প্রযুক্তি সম্প্রসারণের আলোচনা করা হয়। যেখানে ০২টি ফসল হয়, সেখানে ০৩টি ফসলের আবাদে মাধ্যমে কৃষকেরা যাতে লাভবান হতে পারে, সেই বিষয়ের কৃষকদের আহবান জানানো হয়।
ঈঁদুর নিধনের কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন করলে ঈঁদুর দমন সম্ভব বলে অনুষ্ঠানের বক্তরা কৃষকদের নিদের্শনা প্রদান করেন।