চৌদ্দগ্রামে আয়বর্ধক ড্রেস মেকিং ও আই সি টি প্রশিক্ষণ অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম, (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ১৬ সেপ্টেম্বর, ২০১৯ (বিডি ক্রাইম নিউজ ২৪) : গত শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলননায়তনে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত চৌদ্দগ্রামে আয়বর্ধক অনানুষ্ঠিক কারিগরি প্রশিক্ষণ ড্রেস মেকিং ও আই সি টি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র মিজানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম. এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। এতে সভাপতিত্বে করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা।
চৌদ্দগ্রাম এইচ জে পাইলট সরকারী মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রুপম সেন গুপ্তের সঞ্চালনায় এতে অন্যেদের বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ আবদুল মালেক চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজাহরুল ইসলাম ভূঁঞা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকিনা বেগম।
এতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ। আলোচনা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ সৃজনশীল মেধা অম্বেষন প্রতিযোগীতা-১৯ বিজয়ীদের মাঝে পুরস্কার করেন।