কালীগঞ্জে গরিবদের ভিজিএফ’র চাল না দিয়ে চুরি করে বিক্রিকালে জনতার হাতে আটক! দু’জন নসিমন চালককে পুলিশে সোপর্দ
ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ২১ আগস্ট, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): ঝিনাইদহের কালীগঞ্জে আত্মসাৎকৃত হতদরিদ্রদের ৪৬ বস্তা ভিজিএফ’র চাল পাকড়াও করেছে জনতা। সোমবার বিকাল ৪টার দিকে কালীগঞ্জ শহরের নলডাঙ্গা সড়ক থেকে এই চাল উদ্ধার করা হয়।
বিকালে ভিজিএফ এই চাল দু’টি ইঞ্জিন চালিত নসিমনে করে শহরের ভাদু চৌধরুরীর ব্যবসা প্রতিষ্ঠানে বিক্রি করতে আনে। এসময় স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে দুটি নসিমন থেকে চাল উদ্ধার সহ সাইদুর রহমান ও আনোয়ার নামে দু’জন নসিমন চালককে আটক করে।
আটক চালকরা জানায়, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন সহকারী লিটন পরিষদের পাশ থেকে সরকারী বস্তা পাল্টিয়ে অন্য বস্তায় ভরে এই চাল নসিমনে তুলে দিয়েছে। তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ইউপি চেয়ারম্যান কবির হোসেন এই চাল গরিবদের না দিয়ে চুরি করে বিক্রি করে দিয়েছে।
তবে জিজ্ঞাসাবাদ শেষে আটক চালকদের ছেড়ে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে পৌছে আটক করা চাল ওজন করেন। আটক চালের ওজন দেড় টন বলে সাংবাদিকদের জানান এই কর্মকর্তা।