দেবিদ্বারে স্বর্ণ অলঙ্কার ছিনতাই কালে ছিনতাইকারী আটক
কুমিল্লা (দেবিদ্বার) প্রতি নিধি, জি এম মাকছুদুর রহমান, ৩১ জুলাই, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪): দেবিদ্বারে স্বর্ণ অলঙ্কার ছিনতাই কালে কাউছার (৩০) নামে এক ছিনতাইকারী আটক হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন পঃফতেহাবাদ গ্রামে।
জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকায় পঃফতেহাবাদ গ্রামের লক্ষী রাণী দাস নামে এক মহিলা তার বাড়ীর পুকুরে হাঁড়ি পাতিল মাঝতে গেলে আটককৃত আসামী কাউছার সহ অজ্ঞাত নামা আরোও ৩/৪ জন ছিনতাইকারী এসে তার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দূল ছিনতাই কালে আসামী কাউছার লক্ষী রানী দাসের ঘার ও মাথায় হাঁতুড়ী দিয়ে প্রচন্ড আঘাত করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে লক্ষী রানী দাসের চিৎকার শুনে লোক জন এসে আসামী কাউছারকে আটক করে।
এ সময় তার সহযোগী আরোও ৩/৪জন অজ্ঞাত নামা ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়। আসামী কাউছার একই থানার মরিচাকান্দা গ্রামের সিরাজ মিয়ার মিয়ার পূত্র বলে জানা গেছে। লক্ষী রানী দাস বর্তমানে দেবিদ্বার থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আটককৃত আসামীকে থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। এতে ভ্রাম্যমান আদালত আসামী কাউছারকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করছেন। উক্ত আদালতে ম্যাজিষ্ট্রেট ছিলেন দেবিদ্বার থানা নির্বাহী অফিসার জনাব রবীন্দ্র চাকমা।