অপরাধী খোঁজতে নরসিংদীর আকাশে পুলিশের ড্রোন
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৫ জুলাই, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি অপরাধী সনাক্ত করতে ড্রোনের ব্যবহার করছে নরসিংদী জেলা পুলিশ। শহরের স্কুল-কলেজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পর্যবেক্ষণ করছে ড্রোন ক্যামেরা দিয়ে। শুধু তাই নয়, সংঘাতপূর্ণ এলাকায় টেঁটাযুদ্ধ নিয়ন্ত্রণেও ড্রোনের ব্যবহারের পরিকল্পনা রয়েছে পুলিশ প্রশাসনের।
নরসিংদীর আকাশে উড়ছে সর্বাধুনিক প্রযুক্তির ড্রোন। ধারণ করছে শহরের অলিগলি, বাজার, স্কুল-কলেজ। সেই চিত্র দেখে পুলিশ সুপারের অফিস থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সদস্যরা। সেই চিত্র বিশ্লেষণ করে সনাক্ত করছেন অপরাধীদের। নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা। চলতি বছরের জুন মাস থেকে চালু হওয়া এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নরসিংদী জেলাবাসী।
ড্রোনের ব্যবহারে শহরের অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদারের কারণে মাদক এবং স্কুল-কলেজ এলাকায় বখাটেদের উৎপাত অনেকাংশে কমে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে নরসিংদীতে ড্রোনের এই ব্যবহার সারা দেশে অনুকরণীয় হবে বলে মনে করেন স্থানীয় পুলিশ প্রশাসন।
আইনশৃঙ্খলা পরিস্থিত নিয়ন্ত্রণে বিশ্বের বিভিন্ন দেশ ড্রোন ব্যবহার হয়। সেসব দেশে এর সুফলও পাওয়া যাচ্ছে। বাংলাদেশেরও ড্রোন ব্যবহার সুফল বয়ে আনবে বলে মনে করছে প্রশাসন।