বগুড়ার আদমদীঘিতে র্যাবের অভিযানে ইয়াবাসহ আটক ২
বগুড়া প্রতিনিধি, এম নজরুল ইসলাম, ১৯ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : আদমদীঘির সান্তাহারে মাদক বিরোধী অভিযানে দুইজনকে আটক করেছে র্যাব-১২। এসময় তাদের নিকট থেকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট নগদ টাকা, একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আদমদীঘির বড় মালশন গ্রামের শফিকুল ইসলাম টুকুুর ছেলে শিপলু (২৫) ও পাথরকুঠা গ্রামের আবুল কাশেমের ছেলে এমরান হোসেন (৩৮)। এ বিষয়ে র্যাব-১২ এর ডিএডি গোলাম রব্বানী মিয়া বাদি হয়ে শনিবার রাতে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির সান্তাহার হবিরমোড় নামক স্থানে মেসার্স আনিকা ফিলিং স্টেশনের নিকট রাস্তায় একটি মোটরসাইকেলসহ উল্লেখিত মাদক ব্যবসায়ীরা অবস্থান করে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করছিল। গোপন সংবাদের ভিক্তিতে র্যাব-১২ বগুড়ার একটি দল অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী শিপলু ও এমরানকে আটক করাসহ তাদের নিকট থেকে ২শত পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২১হাজার ৮শত টাকা, একটি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন জব্দ করেন।