নরসিংদী জেলায় ১ সপ্তাহে ২ মায়ের কুলে ৭ সন্তানের জন্ম
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ১৮ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নরসিংদী জেলায় ১ সপ্তাহে ২ মায়ের কুলে ৭ সন্তানের জন্ম। ১৭ মার্চ শনিবার সন্ধ্যায় নরসিংদী জেলা রায়পুরা উপজেলা আমিরগজ্ঞের রেনু মোল্লার স্ত্রী কুলসুম বেগম (৩০) গৃহবধূর জেলার হলিক্রেন (প্রাঃ) হাসপাতালে ৪ টি সন্তান জন্ম হয়। বাচ্চা গুলোর মধ্য ২ টি মেয়ে, ২ টি ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, জন্মের সময় ১ টি সন্তান মারা যায় বাকী ৩ টি সন্তান সুস্থ আছে। ৩ টি সন্তান এখন নরসিংদী জেলা ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন আছে। নরসিংদী জেলা বেলাব উপজেলায় ৩ ছেলে সন্তানের মা হলেন প্রীয়তী বেগম। গত ১০ মার্চ শনিবার বিকেল ৩ টায় মনোহরদী কমপোর্ট (পাঃ)হাসপাতালে বেলাব উপজেলার পশ্চিম পোড়াদীয়া গ্রামের খলিলুর রহমানের স্ত্রী প্রীয়তী বেগম(২৬),৩ ছেলে সন্তানের জন্ম হয়।
প্রীয়তী বেগম বেলাব উপজেলা পাটুলী ইউনিয়নের শিমুলতলী গ্রামের মাঈনদ্দিনের বড় মেয়ে। প্রীয়তী বেগমের বাবা মাঈনদ্দিন সাংবাদিকদের জানান, দুপুর ১২ টায় আমার মেয়ের প্রসবের ব্যাথা উঠে। ব্যাথার উঠার সাথে আমরা মনোহরদী কমফোর্ট (প্রাঃ) হাসপাতালে নিয়ে আসি। সেখানে চাঁদের মতো ফোঁটফোঁটে ৩ টি ছেলে সন্তানের মা হয় আমার মেয়ে।আমার মেয়ে ও আমার নাতীরা আল্লাহর রহমতে এখন সুস্থ আছে।