দেবিদ্বারের মাদক বিরোধী পৃথক ২টি সফল অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কুমিল্লা (দেবিদ্বার) প্রতিনিধি, জি এম মাকছুদুর রহমান, ১৮ মার্চ ২০১৮ (বিডি ক্রাইম  নিউজ ২৪) : কুখ্যাত মাদক ব্যবসায়ী গুনাইঘরের খায়রুল ও ধামতীর আলিম সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ২০ কেজি গাঁজা ও ৪০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের  নেতৃত্বে টিম দেবিদ্বার মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে  কুখ্যাত মাদক ব্যবসায়ী গুনাইঘরের খায়রুল ও ধামতীর আলিম সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২০ কেজি গাঁজা ও ৪০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

তন্মধ্যে মাদক সম্রাট খায়রুলের বিরুদ্ধে ৪টি মাদক মামলার ওয়ারেন্টসহ মোট ৭টি মাদক মামলা এবং ধৃত অন্যদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

১ম অভিযানে টিম দেবিদ্বারেরএসআই মোর্শেদ আলম, এসআই সাইদুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করিয়া ১৭/০৩/১৮ খ্রিঃ তারিখ ০৫:৩০ ঘটিকার সময় দেবিদ্বার থানাধীন কুমিল্লা-বি বাড়ীয়া মহাসড়কের বারেরা নামক স্থানের নুর মসজিদ এর সামনে রাস্তার উপর হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ি-

১। মোঃ খায়রুল ইসলাম (৩২), পিতা-মৃত মফিজুল ইসলাম, সাং-গুনাইঘর, ২। আব্দুল আলীম (৩৮), পিতা-মুসা মিয়া, সাং-ধামতী, উভয় থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লাদ্বয়কে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ (বিশ) কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এই সংক্রান্তে এসআই মোঃ মোর্শেদ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করেন।

ধৃত আসামী খায়রুল এর বিরুদ্ধে নিম্নোক্ত মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

১। জিআর মামলা নং-৩৪/১৮
২। জিআর মামলা নং-২৯/১৩
৩। জিআর মামলা নং-২৮৮/১৬ (গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী)।
৪। জিআর মামলা নং-৫৩/১৭ (গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী)।
৫। জিআর মামলা-৩৩৩/১৭ (গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী)।
৬। জিআর মামলা নং-১৪৮/১৭ (গ্রেফতারী পরোয়ানা ভূক্ত আসামী)।

এছাড়া ধৃত আসামী আব্দুল আলীম এর বিরুদ্ধে নিম্নোক্ত মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
১। জিআর মামলা নং-৩১৬/১৬

এদিকে অপর অভিযানে এসআই আসাদুল ইসলাম ফোর্স সহ থানা এলাকায় জরুরী ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৭/০৩/১৮ খ্রিঃ ১৭.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন যে, অত্র থানাধীন পোনরা সাকিনস্থ জনৈক আতিক এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর মাদক ক্রয়-বিক্রয় হইতেছে।

উক্ত সংবাদের ভিত্তিতে এসআই আসাদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ পোনরা সাকিনস্থ জনৈক আতিক এর বসত বাড়ীর সামনে পাকা রাস্তার উপর পৌছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে ১। মোঃ আতিক (৩৫), পিতা-মৃত বাচ্চু মিয়া, ২। মোঃ ইউসুফ (২৮), পিতা-আঃ মালেক, উভয় সাং-পোনরা, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লাদ্বয় দৌড়ে পালানোর সময় গ্রেফতার করেন।

উপস্থিত লোকজনের সম্মূখে ধৃত আসামী আতিক এর দেহ তল্লাশি করাকালে তাহার পরিহিত লুঙ্গীর কোমরে গোছার ভিতর হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ধৃত আসামী ইউসুফ এর পরিহিত লুঙ্গির কোমরে গোছার ভিতর হইতে সাদা পলিথিন দ্বারা মোড়ানো ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ সর্বমোট ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন।

এই সংক্রান্তে এসআই মোঃ আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করেন। ধৃত আসামী আতিক এর বিরুদ্ধে নিম্নোক্ত মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
১। জিআর মামলা নং-৭৮/১৭
২। জিআর মামলা নং-১৪০/১৬
ধৃত আসামী ইউসুফ এর বিরুদ্ধে নিম্নোক্ত মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
১। জিআর মামলা নং-১৭৬/১৭

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *