চবি থেকে স্নাতকে (সম্মান) সুমাইয়া বিনতে নূরের কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মুহা. ফখরুদ্দীন ইমন, ০৫ মে ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামের কৃতিশিক্ষার্থী মোসা: সুমাইয়া বিনতে নূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি বিভাগ থেকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে। ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রো-বায়োলজি বিভাগ থেকে স্নাতক (সম্মান) ফাইনাল পরীক্ষায় সিজিপিএ ৩.৯৫ (আউট অব ৪.০০) পেয়ে  প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেছে। তার এ কৃতিত্বপূর্ণ ফলাফলে পরিবার সহ আত্মীয়-স্বজন ও এলাকাবাসী বেশ আনন্দিত ও গর্বিত। সে উপজেলার কনকাপৈত ইউনিয়নের মরকটা গ্রামের কৃতিসন্তান, তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নুরুল ইসলাম মজুমদার ও মরকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: রোকেয়া আক্তার দম্পতির বড় মেয়ে।

সেরা ফলাফলের জন্য মহান আল্লাহ তা’য়ালার নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সুমাইয়া বিনতে নূর বলেন, আমার এ ফলাফলের জন্য আমি আমার পিতা-মাতা ও চবি’র মাইক্রো-বায়োলজি ডিপার্টমেন্টের শিক্ষকদের নিকট আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এতে তাদের অবদান অনস্বীকার্য। পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে কৃতিত্বপূর্ণ এ ফলাফল অর্জনে আমি অত্যন্ত খুশি। আমি সকলের কাছে দোয়া চাই, যাতে কর্মজীবনেও দেশের একজন সুযোগ্য কর্ণধার হিসেবে দেশ মাতৃকার কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে পারি।

উল্লেখ্য, সুমাইয়া বিনতে নূর ইতিপূর্বে তার একাডেমিক ক্যারিয়ারের বিভিন্ন স্তরে ভালো ফলাফলের মাধ্যমে কৃতিত্ব অর্জনের পাশাপাশি মা-বাবার মুখ উজ্জ্বল করেছেন। সুমাইয়া তার শিক্ষা জীবনের শুরুর দিকে তারাশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণিতে ও মাধ্যমিকে করপাটি হাজী মনির উদ্দীন আদর্শ বালিকা বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। এছাড়াও একই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসিতে জিপিএ ফাইভ ও কনকাপৈত আলহাজ্ব নূর মিয়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র গোল্ডেন জিপিএ ফাইভ পেয়ে কৃতিত্বের অনন্য স্বাক্ষর রাখতে সক্ষম হয়। তার এমন গৌরবোজ্জ্বল ফলাফলে পরিবার সহ এলাকাবাসী গর্বিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *