শৈলকুপায় আবারো দু’দল গ্রামবাসীর সংঘর্ষে বাড়ীঘর ভাংচুর, আহত-১২, আটক-৪
ঝিনাইদহ প্রতিনিধি, মোঃ জাহিদুর রহমান তারিক, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে শৈলকুপার ব্রাহিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আটক করা হয়েছে ৪ জনকে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন ধরে উমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান সাব্দার মোল্লা ও পরাজিত চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু’র সমর্থকদের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল সন্ধ্যায় গাড়াগঞ্জ বাজারে বাবলুর সমর্থক ধীরেন মৃধাকে মারধর করে সাব্দার মোল্লার সমর্থকরা।
এ ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে ব্রাহিমপুর গ্রামে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাড়িঘর ভাংচুর ও উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।