চৌদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৫৬তম বার্ষিক সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে বুধবার (২৬শে ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৫৬তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোঃ জামাল হোসেন। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম ইউ.সি.সি.এ লিঃ এর সভাপতি আলী আশ্বব। উপজেলা পল্লী উন্নয়ন সহকারী কর্মকর্তা মহিন আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম মীর হোসেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মোবারক হোসেন, বীর মুক্তিযোদ্ধা প্রমোদ রঞ্জন চক্রবর্তী প্রমুখ।