মিয়া বাজার স্বর্ণ দোকানে চাঞ্চলকর ডাকাতি, অন্যতম আসামী র‍্যাবের হাতে আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৫ ফেব্রুয়ারি, ২০২৫ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটে ‘প্রীতি জুয়েলার্স’ নামক স্বর্ণ দোকানে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার অন্যতম আসামী মো: আব্দুল হাকিম জোমাদ্দার (৪৮) নামক এক ডাকাতকে মাদারীপুর থেকে আটক করেছে র‌্যাব। সে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার মহেশপুর গ্রামের মৃত ইউছুফ জোমাদ্দার এর ছেলে। শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেন র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার, লে: কমান্ডার মাহমুদুল হাসান।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সূত্রে জানা গেছে, গত ০৮ ফেরুয়ারি সন্ধ্যায় চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারস্থ জামে মসজিদ মার্কেটের একটি স্বর্ণ দোকানে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার আসামীদের আটকের বিষয়ে র‌্যাব-১১ ব্যাপক তৎপরতা শুরু করে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ, ঘটনার আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে ডাকাত দলের সদস্যদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হয়। এর মধ্যে ডাকাত দলের অন্যতম সদস্য আব্দুল হাকিমের পরিচয় শনাক্তকরণ শেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত বৃহস্পতিবার (১৩ ফেরুয়ারি) দিবাগত রাতে মাদারীপুর জেলার সদর থানাধিন শহরস্থ ‘হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল’ এর সামনে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যতম আসামী মো: আব্দুল হাকিম জোমাদ্দারকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী আব্দুল হাকিম চৌদ্দগ্রামের চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সাথে সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে। ধৃত আসামীর বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা সহ মোট ১০টি মামলা রয়েছে। এর আগেও সে একাধিকবার র‌্যাবের হাতে ধৃত হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ০৮ ফেরুয়ারি (শনিবার) কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারস্থ মসজিদ মার্কেটে একদল সশস্ত্র ডাকাত পরিকল্পিতভাবে মাস্ক ও মাঙ্কি টুপি পরে ‘প্রীতি জুয়েলার্স’ নামক একটি স্বর্ণের দোকানে ক্রেতা সেজে প্রবেশ করে। ডাকাতরা অস্ত্রের মুখে দোকান কর্মচারীকে জিম্মি করে ওই দোকান থেকে ডাকাতি করে প্রায় ২৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিজেদের ব্যাগে ভর্তি করে নেয়। এ সময় আশেপাশের দোকানদারগণ ও সাধারণ জনতা বাধা দিলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ও এলাপাতাড়ি গুলি বর্ষণ করে মাইক্রোযোগে পালিয়ে যায়। ডাকাতদের ছোড়া গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়।

এদিকে জনতা ডাকাতদের ধাওয়া করে মো: কাউছার আহমেদ (৩৫) নামক এক ডাকাত সদস্যকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত ব্যবসায়ীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট) নিশাত তাবাস্সুম ও চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দীন আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় পরদিন প্রীতি জুয়েলার্স এর মালিক ভুক্তভোগি রবীন্দ্র চন্দ্র দত্ত (৪৪) বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় একটি মামলা (নং-১০/০৯.০২.২৫ খ্রিঃ) দায়ের করেন। আটককৃত ডাকাত সদস্য কাউছার আহমেদকে জিজ্ঞাসাবাদ শেষে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঢাকাতির ঘটনাটি নিয়ে দেশের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক আকারে সংবাদ প্রকাশিত হয়। চাঞ্চল্যকর এ ডাকাতির মামলার আসামীদের ধরতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপরতা বৃদ্ধি করে। তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার মাদারীপুর থেকে এ ঘটনার অন্যতম সহযোগী ডাকাত সদস্য আব্দুল হাকিম জোমাদ্দারকে গ্রেফতার করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *