চৌদ্দগ্রাম মুক্তিযোদ্ধা হামলার প্রতিবাদ মুক্তিযোদ্ধাদের, গ্রেফতার-৫
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২৫ ডিসেম্বর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম উপজেলার মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা দোয়েল চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কুমিল্লা জেলা কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শৈলপতী নন্দন চৌধুরী, চৌদ্দগ্রাম উপজেলা সাবেক কমান্ডার প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আবুল হাশেম, আব্দুল বারিক, শাসছুল হক এম.এস.সি, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ সভাপতি আব্দুল হালিম চৌধুরী নিজাম।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা কমান্ড পৌরসভার সাবেক কমান্ডার কাজী জামাল উদ্দিন, বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার নিজামুল হক মজুমদার, সাবেক ডেপুটি কমান্ডার আমির হোসেন মজুমদার, উজিরপুর ইউনিয়নের সাবেক কমান্ডার জমির উদ্দিন, কালিকাপুর ইউনিয়ন সাবেক কমান্ডার ফারুক, বাতিসা ইউনিয়নের সাবেক কমান্ডার ইদ্রিস ভূঁইয়া, আলকরা ইউনিয়নের সাবেক কমান্ডার পেয়ার আহমেদ,উপজেলা শুভপুর ইউনিয়নের সাবেক ডেপুটি কমান্ডার গাজী নূর হোসেন প্রমুখ।
এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম আক্তার উজ জামান। আটককৃতরা হলো: উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার (৪৩), জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভুঁইয়া(৫৮), মসজিদের ইমাম নাঙ্গলকোটের রায়কোট এলাকার আবুল কালাম আজাদ(৪৮) ও চাঁদপুর সদর উপজেলার মইশাদী গ্রামের ইমতিয়াজ আবদুল্লাহ সাজ্জাদ(১৯)। কৃষকলীগের কেন্দ্রীয় নেতা ও মুক্তিযোদ্ধা আবদুল হাই ভুঁইয়া কানুর বিরুদ্ধে হত্যা, তথ্য প্রযুক্তি, মারামারি ও রাজনৈতিক মামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলাগুলোতে অভিযুক্ত হয়ে তিনি জেল খেটেছেন।
উল্লেখ্য, কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুল হাই কানু নামে এক মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করে গলায় জুতার মালা পরিয়ে এলাকাছাড়া করেছে একদল দুর্বৃত্ত। এ ঘটনার একটি ভিডিও রোববার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। লাঞ্ছিত মুক্তিযোদ্ধা উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের বাসিন্দা। তার বয়স ৭৮ বছর। ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে সর্বত্র নিন্দার ঝড় উঠে।