চৌদ্দগ্রাম মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৬ ডিসেম্বর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ। উপজেলা ইউ ডি এফ কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক এর পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরোয়ার লিমা, স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ রশিদ চৌধুরী, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ এ টি এম আক্তার উজ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা যোবায়ের আহাম্মেদ , বীরমুক্তিযোদ্ধা আবু তাহের, শাহজাহান,আলী হোসেন মোল্লা, প্রমোদ রঞ্জন চক্রবর্তী, আবুল হাসেম, আক্তার হোসেন,ইছাক পাটেয়ারী, আব্দুল বারী প্রমূখ।
এরপূর্বে সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধবনি মাধ্যমে উপজেলা চত্বরে শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মোহম্মদ রহমত উল্লাহর নেতৃত্বে পুস্পস্তবক অর্পণ করেন। পরে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ববশাসিত এবং বেসরকারি ভবন সমূহের জাতিয় পতাকা উত্তোলন করেন।বাদ যোহর শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকল মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।