সুবর্ণচর বাজেট পরামর্শ এবং অগ্রগতি ট্র্যাকিং শীর্ষক কর্মশালা
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০৩ ডিসেম্বর ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালী সুবর্ণচর বাজেট পরামর্শ এবং অগ্রগতি ট্র্যাকিং শীর্ষক কর্মশালা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগীতায় ২৮ নভেম্বর সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার অফিস কক্ষে এ কর্মশালা অনুষ্ঠানের আয়োজন করে সাগিরকা সমাজ উন্নয়ন সংস্থা। কর্মশালা ও প্রশিক্ষনে পিকেএসএফ-এর সহযোগী ৩৪ সংস্থার ৩৭ জন ও প্রাণিসম্পদ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্য ও অনুষ্ঠান উদ্ভোধন করেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, ট্রেনিং পরিচালনা করেন যৌথ ভাবে পিকেএসএফ এর উপ ব্যবস্থাপক ডা. মোঃ সুলাইমান হোসাইন ও শাহরিয়ার আল মাহমুদ। প্রধান অতিথি ছিলেন, পিকেএসএফ এর ব্যবস্থাপাক শাহরিয়ার হায়দার।
বিশেষ অতিথি ছিলেন, পিকেএসএফ এর ডেপুটি ম্যানেজার তানভীর সুলতানা, সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রণিসম্পদ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। প্রশিক্ষণে বাস্থব জ্ঞান অর্জনের উপর গুরুত্ব বেশি দেয়া হয়। এ উদ্দেশ্য বিভিন্ন প্রদর্শনী খামার ও মাঠ পরিদর্শন করা হয়, যেখানে নতুন নতুন প্রযুক্তি ও জাত সম্পর্কে প্রশিক্ষণার্থী বৃন্দের ব্যাপক দক্ষতা উন্নয়ন ঘটে।