চৌদ্দগ্রাম শ্রমিকদল নেতার উপর হামলা প্রতিবাধে নেতাকর্মীদের সংবাদ সম্মেলন

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৫ নভেম্বর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম পৌর শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানের উপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই যুবদল নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবীতে মঙ্গলবার (৫ই নভেম্বর) দুপুরে উপজেলা ও পৌরসভা বিএনপি’র নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন। তবে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দাবী করেছেন, ব্যক্তিগত দ্বন্ধের জেরে বিএনপি’র দুই নেতার মধ্যে বাকবিতন্ডা হয়। আইনশৃঙ্খলার অবনতির আশংকায় শ্রমিকদল নেতা মোস্তাফিজুর রহমানকে পুলিশ হেফাজতে নিয়ে মঙ্গলবার দুপুরে পরিবার ও আত্নীয় স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আহত শ্রমিকদলের পৌর সভাপতি মোস্তাফিজুর রহমান দাবী করেন, গত কয়েকদিন পূর্বে চৌদ্দগ্রাম থানার দিঘীতে নিয়ম বহির্ভুত ভাবে পৌরসভা বিএনপি ও যুবদলের বেশ কয়েকজন নেতাকর্মী মাছ ধরে নিয়ে যায়। এ নিয়ে প্রতিবাদ করায় সোমবার রাতে চৌদ্দগ্রাম বাজারের লোকনাথ মিষ্টি দোকানের সামনে পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক আক্তার হোসেন ও পৌর যুবদল আহব্বায়ক মোঃ হাসান তার উপর আতর্কিত হামলা করে। পরে খবর পেয়ে পুলিশ এসে আমাকে রাতে বাড়ি থেকে থানায় নিয়ে যায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও কুমিল্লা জেলা দক্ষিণ কৃষক দলের যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি নাজমুল হক, চিওড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও যুবদল নেতা আনোয়ার হোসেন পিন্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা গোলাম অভি, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শাহজাহান, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি কাজী জোবায়ের হোসেন, পৌর শ্রমিকদলের সেক্রেটারী দেলোয়ার হোসেন, পৌর যুবদল নেতা জাকির হোসেন, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ। এর আগে সকালে থানা থেকে বের হওয়ার পর পৌর শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমানকে বিএনপির নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *