কুমিল্লা দুর্গা পূজার নিরাপত্তায় বিজিবি

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ০৬ অক্টোবর, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : এবারের দূর্গোৎসব যেন নিঃশঙ্কচিত্ত পালিত হয় এজন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরপত্তায় সচেষ্ট রয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লার সেক্টর কমান্ডার কর্নেল মোঃ রেজাউল কবির। শনিবার (৫ অক্টোবর) বিকালে চৌদ্দগ্রাম বাজার সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার নিশ্চিত কল্পে বিজিবির নিরাপত্তা পরিদর্শন কালে এসব বলেন তিনি।

সেক্টর কমান্ডার আরো বলেন, শারদীর দূর্গা পূজার যেন উৎকণ্ঠায় পরিণত না হয়, সেই বিষয়ে এবার বিজিবি কঠোর নিরাপত্তায় থাকবে। বিজিবি সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নিরাপত্তা দিতে ইতোমধ্যে মোতায়েন হয়েছে। কুমিল্লায় এবার সীমান্ত এলাকাগুলোতে ১২২ টি পূজা মন্ডপে ৮২ প্লাটুন বিজিবি পূজায় নিরাপত্তা দিতে নিয়োজিত থাকবে। এ সময় সেক্টর কমান্ডার সকল ধর্মাবলম্বীদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়ানো গুজবে কান না দেওয়ারও আহবান জানান। পূজাকে কেন্দ্র করে সীমান্তে মাদক চোরা চালান বৃদ্ধির বিষয়ে সেক্টর কমান্ডার বলেন, মাদক চোরা চালানোর বিষয়ে বিজিবি সব সময় সতর্ক অবস্থানে থাকে। তবে পূজাকে ঘিরে আরো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা ব্যাটেলিয়ন-১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইফতেখার হোসেন, উপ অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি, সহকারি পরিচালক মোঃ ইমাম হোসেন, চৌদ্দগ্রাম পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল দেবনাথ, মাস্টার নান্টু দেবনাথ, পৌরসভার পূজা উদযাপন কমিটি সাধারণ সম্পাদক নকুল সাহা সহ পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *