চৌদ্দগ্রামে বিএনপি নেতার উদ্যোগে খাবার বিতরণ, দিলেন অ্যাম্বুলেন্স
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ৩০ আগষ্ট ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ৮ হাজার বানভাসিদের মাঝে চৌদ্দগ্রাম আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সাবেক এজিএস ডাঃ গোলাম কাদের চৌধুরী নোবেলের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সোনাপুর গ্রামে খাবার বিতরণের উদ্বোধন করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক রেজাউল কাইয়ুম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক এম জহির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মজুমদার, সাবেক ছাত্রদলের সভাপতি জিয়াউর রহমান, জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসান শাহরিয়ার খাঁ, যুগ্ম আহবায়ক মোঃ হানিফ, বিশিষ্ট শিক্ষাবীদ ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামুনুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি গাজী কবির, চট্টগ্রাম মহানগর যুবদল নেতা মোঃ শাহীন প্রমুখ। বিকেলে বন্যা দুর্গত মানুষের যাতায়াতের সুবিধার্থে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহর নিকট ডাঃ নোবেলের পক্ষ থেকে একটি অ্যাম্বুলেন্স হস্তান্তর করেন নেতৃবৃন্দ।