নোয়াখালী জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২৮ এপ্রিল, ২০২৪ (বিডি ক্রাইম নিউজ ২৪) : স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই শ্লোগানে নোয়াখালী নানা কর্মসূচির মধ্য দিয়ে আইনগত সহায়তা দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে সকালে জেলা জজ আদালত ভবন প্রাঙ্গণ থেকে বিচারক, আইনজীবি ও বিচার প্রার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে জেলা জজ আদালত ভবনে লিগ্যাল এইড মেলা উদ্বোধন করা হয়। পরে আইনজীবি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ মোঃ ফজলে এলাহী ভূঁইয়া। বক্তব্য রাখেন নারী ও শিশু ট্রাইবুনাল ২ এর বিচারক ফাতেমা ফেরদৌস, চীপ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট মজ্ঞুর কাদের, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. ইসমাইল, জেলা আইনজীবি সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো.নুরুল আমিন, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এবিএম জাকারিয়া, জেলা লিগ্যাল এইড অফিসার ইয়াসির অরাফত।

আলোচনা সভায় বক্তাগন সরকারের লিগ্যাল ফান্ড সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে বিচারপ্রার্থী গরীব অসহায় লোকজনের জন্য বিনামূল্যে আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষে বিচারক, আইনজীবি ও বিচারপ্রার্থীদের সমম্বিত উদ্যোগের প্রতি গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *