চৌদ্দগ্রাম মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ১৬ ডিসেম্বর, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে শনিবার (১৬ ডিসেম্বর-২৩) সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) এ.বি.এম.এ বাহার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ আখতার, চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপম সেনগুপ্তের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানা অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া টিপু, উপজেলা কৃষি অফিসার জোবায়ের আহম্মেদ, বীরযোদ্ধা আবুর হাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেফায়েত উল্লাহ, বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন জেবু, বীরমুক্তিযোদ্ধা পেয়ার আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে অতিথিবৃন্দ বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের মধ্যে ক্রেস ও উপহার সামগ্রী তুলে দেন। এর পূর্বে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা চত্বরে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে মহান বিজয় দিবস সূচনা করেন। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুয়ালে পুস্পস্তবক অর্পন ও সরকারি, অধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারী ভবন সমূহের জাতীয় পতাকা উত্তোলন। সকাল আটায় চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা, বাংলাদেশ পুলিশ, আনসার, বিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, বাংলাদেশ স্কাউটস ও রোভার স্কাউটস, গালর্স গাইড এবং শিশু কিশোর সংগঠন এর অংশগ্রহণের সমাবেশ, কুচকাআওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী জেপি দেওয়ানসহ উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সকল দপ্তরে কর্মকতাবৃন্দ।