চৌদ্দগ্রাম জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক ও সুশীলদের মতবিনিময়
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ আগস্ট, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে সোমবার (৭ই আগষ্ট) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কুমিল্লা জেলার সদ্য যোগদানকৃত জেলা প্রশাসকের সাথে জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সুধীজন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা সদ্য যোগদানকারী খন্দকার মু. মুশফিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন।
চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রূপম সেন গুপ্তের সঞ্চালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছোবহান হাসান ভূঁইয়া, পৌরসভা মেয়র জিএম মীর হোসেন মিরু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যা এবিএমএ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানা অফিসার ইনচার্জ শুভরঞ্জন চাকমা, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসী বেগম।
আরও বক্তব্য রাখেন, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, সাংবাদিক আবদুল জলিল রিপন, বীরমুক্তিযোদ্ধা প্রমদ রঞ্জন চক্রবর্তী, চৌদ্দগ্রাম নজমিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ এ.কে.এম সামচ্ছুদ্দীন, তারাশাইল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক কামরুজ্জামান, সোনাকাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান বাবলু, বীরমুক্তিযোদ্ধা আবুল হাশেম প্রমুখ।
উক্ত মতবিনিময় সভা চৌদ্দগ্রাম উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, সুধীজন ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিসে নবনির্মিত রেকর্ড রুম উদ্ভোধন করেন, কালিকাপুর ইউনিয়নের মুজিব শর্তবর্ষের গৃহহীন ও ভূমিহীনদের জন্য নির্মিত ঘর পরিদর্শন করেন এবং উপকার ভোগীদের মাঝে গাছের চারা ও বীজ বিতরণ করেন। এ সময় তিনি আশ্রয় প্রকল্পের স্থলে একটি আম গাছের রোপন করেন।