নরসিংদীর মহোহরদীতে তথ্য অধিকার আইন ২০০৯, বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি, কে.এইচ.নজরুল ইসলাম, ২৩ জানুয়ারি ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : ২১ জানুয়ারি রবিবার নরসিংদী মনোহরদী উপজেলা হল রুমে দিনব্যাপী তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তথ্য কমিশন ও মনোহরদী উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে উপজেলার সকল সরকারী দপ্তরের প্রধান কলেজ ও মাধ্যমিক বিদ্যায়ের প্রধান ১২ টি ইউনিয়ন পরিষদের সচিব এনজিও কর্মকর্তা সাংবাদিক সহ ৬০ জন প্রতিনিধি এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহন করেন। ১ দিন ব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহিদ উল্লাহ প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন তথ্য কমিশনের কমিশনার নেপাল চন্দ্র সরকার। প্রশিক্ষণ কর্মসূচিতে তথ্য সেবা নিশ্চিত করার লক্ষে তথ্য অইনের গুরুত্ব এই আইনের ক্রমবিকাশ তথ্য প্রাপ্তি ও প্রদানের নিয়ম কানুন তথ্য সংরক্ষন প্রক্রিয়া সহ তথ্য অধিকার আইনের সম্যক ধারনা প্রদান করা হয়।