চৌদ্দগ্রাম ভূমি সেবা ২০২৩ উদ্ভোধন অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ২২ মে ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সারা দেশের ন্যায় কুমিল্লা চৌদ্দগ্রামে সোমবার (২২ মে) সকালে চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ভূমি সেবা (২২ মে থেকে ২৮ মে)২০২৩ শুভ উদ্ভোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভা প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন। এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল।
উপজেলা ভূমি অফিসের নাজির কমল কান্তি সরকার এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান এ বি এম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার। আলোচনা সভার পূর্বে ফিতা কেটে ভূমি সপ্তাহ-২৩ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও অতিথিবৃন্দ। আলোচনা শেষে ভূমি হীনদের মাঝে ঘরে চাবি হস্তান্তর করেন অতিথিবৃন্দ। উল্লেখ্য
চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, চৌদ্দগ্রাম উপজেলা মোট চার শত চুয়াল্লিশ জন ভূমি হীনদের মাঝে ঘর হস্তান্তর করেন, এই পর্যন্ত চার শত ষোল জন ভূমি হীনদের মাঝে ঘরে চাবি হস্তান্তর করা হয়েছে।