নোয়াখালীতে বিআরটিসির বিনামূলে ড্রাইভিং প্রশিক্ষণ
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ০১ জানুয়ারি, ২০২৩ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) উদ্যোগে দক্ষ জনশক্তি তৈরীর লক্ষ্যে বিনামূল্যে ড্রাইভিং ও রক্ষনা বেক্ষণের প্রশিক্ষণ কর্মসূচির ১৩ তম ব্যাচের উদ্বোধন করা হয়েছে।
রোববার ১ জানুয়ারি বেলা সাড়ে ১০টার দিকে বিআরটিসির সোনাপুর ডিপোস্থ কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নোয়াখালী ডিপো ব্যবস্থাপক (অপারেশন) ওমর ফারুক মেহেদী।
জানা যায়, চার মাস ব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে ১৫০ জন বেকার তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সের প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণকালে প্রত্যেক প্রশিক্ষনার্থীকে যাতায়াত ভাতা বাবদ ১২ হাজার টাকা, একটি শার্ট, ড্রাইভিং ও রক্ষনাবেক্ষণ বিষয়ে দুইটি বই, একটি ডায়রি দেওয়া হবে। আর প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ফ্রি ডাইভিং লাইসেন্স প্রদান করা হবে।