চৌদ্দগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২২ইং উপলক্ষ্যে র্যালী
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ২১ জুলাই, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে বৃহঃবার (২১শে জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২২ইং উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূঁইয়া হাসান।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম পৌর মেয়র জি.এম মীর হোসেন মিরু। কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.বি.এম.এ বাহার, রাশেদ আখতার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী অফিসার মোহাম্মদ জাকারিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কুলসুম আক্তার স্মৃতি, পরিবার কল্যাণ পরিদর্শিকা দিলরুবা রহমান প্রমুখ।
আলোচনা সভার পূর্বে একটি বনার্ঢ্য র্যালী চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন ও আলোচনার শেষে পরিবার পরিকল্পনা বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা স্বাস্থ্য কর্মীদের মাঝে অতিথিবৃন্দ ক্রেস বিতরণ করেন।