চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত-২
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মন্নান, ০৫ মে, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রামে ঈদের আগের দিন বাড়ি যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিয়াবাজার এলাকায় অজ্ঞাতনামা গাড়ির চাকায় রাশেদুল ইসলাম (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ঈদের দিন প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আমানগন্ডায় মঞ্জুরুল হক তালুকদার নামের অপর একজনের মৃত্যু হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানা ওসি মঞ্জুরুল হক আখন্দ।
জানা গেছে, ঈদে বাড়ি যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের মিয়া বাজার টাইমস স্কয়ার হোটেলের সামনে ২ মে সোমবার অজ্ঞাতনামা গাড়ি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী রাশেদুল ইসলাম নিহত হন। তিনি উজিরপুর ইউনিয়নের কালীকৃষ্ণনগর গ্রামের মাস্টার সিরাজুল ইসলামের পুত্র। এ ঘটনায় রিকশাচালক ও রাশেদুলের শিশু মেয়ে আহত হন। খবর পেয়ে গুরুতর অবস্থায় রিকশা চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঈদের দিন একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের আমানগন্ডা এলাকা খাদে পড়ে ঘটনাস্থলে মঞ্জুরুল হক তালুকদার নামে অপর একজনের মৃত্যু হয়েছে। নিহত মঞ্জুরুল বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র।
মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মুঞ্জুরুল হক আখন্দ বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার শেষে ফাঁড়িতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।