নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২১ এপ্রিল, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর বেগমগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, দুইটি কার্তুজ, একটি ছেনি, তিনটি কিরিচ. একটি লোহার রড এবং একটি কান্তা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ২১ এপ্রিল ভোররাতে উপজেলার একলাশপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবু নগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে তারেক (২২) একই গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে রাকিব (২০) শুভ (২১) একলাশপুর ইউনিয়নের মধুরামপুর গ্রামের মৃত ইমাম হোসেন বাহারের ছেলে শুভ (২১) ও কামাল উদ্দিনের ছেলে সাগর (২২)।
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
আরও খবরঃ-
নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও’র বিরুদ্ধে সনদের জন্য ১ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ, তদন্ত কমিটি গঠন
নোয়াখালী প্রতিনিধি, বিধান ভৌমিক, ২১ এপ্রিল, ২০২২ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমের বিরুদ্ধে সনদের বিনিময়ে ১ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী অনন্যা বিনতে রহমান বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সেবা বিভাগে অভিযোগ জমা দেন।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে ফেনী জেলার সিভিল সার্জন ডা. রফিক-উস্-ছালেহীনের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করতে হাসপাতালে আসেন।
এসময় তদন্ত কমিটি অভিযোগকারী অনন্যা বিনতে রহমান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ছৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমকে জিজ্ঞাসাবাদ করেন।
যদিও গণমাধ্যমকে তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্ত কমিটির প্রধান ফেনী জেলার সিভিল সার্জন ডা. রফিক-উস্-ছালেহীন।
অভিযোগকারী অনন্যা বিনতে রহমান বলেন, আমি আদালতের নির্দেশে হাসপাতালে ভর্তি হই। আমার আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করাই। কিন্তু সনদ নিতে গেলে আবাসিক মেডিকেল অফিসার আমার কাছে ১লাখ টাকা দাবি করে। তানাইলে আমার বালাম খালি রাখবে বলে জানায়। তাই আমি বাধ্য হয়ে অভিযোগ জমা দিয়েছি।
এবিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমের সাথে কথা বললে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করবেন না বলে জানান। তিনি আরো বলেন,তদন্ত কমিটির কাছে উনার জবাব উনি দেবেন।