চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা

চৌদ্দগ্রাম প্রতিনিধি, আবদুল মান্নান, ১৭ ডিসেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চৌদ্দগ্রামে গত বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মহান বিজয় দিবস-২০২১ ইং উপলক্ষ্যে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং “জাতির পিতা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের” আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভা প্রধান অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদু ছোবহান ভূঁইয়া হাছান, বিশেষ অতিথি ছিলেন, চৌদ্দগাম পৌরসভা জি এম মির হোসেন মীরু, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান এ. বি. এম. এ বাহার। উক্ত সভা সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম মঞ্জুরুল হক।

উপজেলা সমাজ সেবা অফিসার নাছির উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানা অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমা, এডভোকেট আবদুল মান্নান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, বীরমুক্তিযোদ্ধা সামছুল হক এম. এইচ. সি, বীরমুক্তিযোদ্ধা মমিনুর রহমান ফটিক, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম, প্রমুখ।

আলোচনা শেষে বীরমুক্তিযোদ্ধা প্রত্যেকে ১০০ টাকা মূল্যে ৪৩০টি প্রাইজবন্ড বিতরণ করেন অতিথিবৃন্দ। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা চত্বরে বিজয় দিবসে শুভ সুচনা করেন। পরে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মূরালে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন এবং বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।

বেলা ৮.৩০ মিনিটে চৌদ্দগ্রাম এইচ জে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-বিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সির্ভিল ডিফেন্স, স্কুল-কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউটস, গালর্স গাইড এবং শিশু কিশোর সংগঠন এর অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জুরুল হক। বিকালে চৌদ্দগ্রাম এইচ জে সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শপথ অনুষ্ঠানে প্রশাসন ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। পরেস্কুল মাঠে এক প্রীতি ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *