কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত কারণ দর্শানোর নোটিশ
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ২০ নভেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কর্মকান্ড স্থগিত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটি।১৯শে নভেম্বর শুক্রবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য সাক্ষরিত এক প্রেসনোটে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের কমিটির স্বাভাবিক কার্যক্রম স্থগিত করেন এবং জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন কে আগামী সাত কার্যদিবসের মধ্যে কেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ হতে বহিস্কার করা হবে না তা জানতে চেয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ গত ১২ই অক্টোবর কুড়িগ্রাম সার্কিট হাউজে জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন সফিকের আগমনে ফুল দেওয়া কে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ও যুব মহিলালীগের নেত্রী মিমীর উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করেন।
তাদের এহেন ন্যাক্কারজনক কর্মকান্ডে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন সফিক ও তার সাথে আসা সফর সঙ্গীরা তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং জেলা ছাত্রলীগের হামলার শিকার হওয়া নেতাদের কাছে এহেন ন্যাক্কারজনক ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। পরে আওয়ামীলীগের বর্ধিত সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের উপর ভিত্তি করে রেজুলেশন করে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে নির্দেশ প্রদান করেন।