ফরিদগঞ্জ খাল ভরাট করায় দু‘গ্রামে জলাবদ্ধতা দূর্ভোগ
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি, কামরুজ্জামান, ২০ নভেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : চাষযোগ্য জমি, বিল, নালা ভরাট ও জনসাধারনরে কথা না ভেবে নিয়ম নিতী না মেনে মাটি ভরাট করে অপরিকল্পিত ঘর বাড়ী নির্মান ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে খাল বা নালা ভরাট করে রাস্তা নির্মানের কারনে কৃত্তিম জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছে ফরিদগঞ্জবাসী।
এরকমই একটা ঘটনা রয়েছে উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা, বালিচাটিয়া, এই দু‘গ্রামের নোয়ারাজা খান বাড়ি, পাটওয়ারী বাড়ি, হইতে দর্জি বাড়ি পর্যন্ত। খালের অংশ বিশেষ ভরাট করে কেউ দোকান নির্মাণ আবার কেউ বাড়ি নির্মাণ ও গড়ে তুলেছে মাছের ঘের, এসব কারণে কৃত্তিম জলাবদ্ধতা তৈরী হয়ে সমস্যার ভ‚গছেন উল্লেখিত গ্রামগুলির সকল মানুষ।
বর্ষায় জলাবদ্ধতায় মাছের ঘের ভেসে গেছে, বাড়িতে পানি উঠেছে। চলাচলের পথ পানির নিচে তলিয়ে গেছে, শিক্ষর্থীদের চলাচলের মারাত্মক অসুবিধা হচ্ছে।
সংশ্লিষ্ট এলাকাবাসী উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়াম্যানের নিকট গণস্বাক্ষরে লিখিত অভিযোগ দিয়ে ও কোনি প্রতিকার পায়নি বলে জানিয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত আলী বিএসসি জানান, খাল দখলকারীদের কে অভিযোগের প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদে নোটিশ করে ডেকে আনা হয়েছে। প্রত্যেকেই দখলকৃত খালের জায়গা ছেড়ে দিবে বলে অঙ্গীকার করেলে ছাড়েনী। পরবর্তীতে বহুবার চেষ্টা করেও তা সম্ভব হয় নি।
একই ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, খাল ভরাট করা এবং বক্স কালভার্ট বন্ধ করার সময় বহু বার বাধা দেওয়া হয়েছে কিন্তু কোন ভাবেই দখলকারীরা বাধা মানছে না। বর্ষা মৌসুমে আমাদের চলাচলের রাস্তায় ও বসবাসের বাড়িতে জলাবদ্ধাতায় খুবই বেকায়দায় পড়তে হয়েছে।
৭নং ইউনিয়নের দায়চারা ও বালিচেটিয়া গ্রামে বসবাসকারী কয়েক হাজর মানুষ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এর আশূ সমাধান কামনা করছেন।