শিক্ষার মান উন্নয়ন করতে হবে-জেলা প্রশাসক
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আব্দুল মান্নান, ২৮ সেপ্টেম্বর, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : শিক্ষার মান উন্নয়ন করতে হবে। কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এ কথা বলেন। পরে তিনি টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে আয়োজিত শিক্ষা কমিটির সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা প্রকৌশলী নুরুজ্জামান, চৌদ্দগ্রাম ইউআরসি ইন্সট্যাক্টর মুমিনুল ইসলাম, চৌদ্দগ্রাম সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রূপম সেন গুপ্ত, প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও সাংবাদিক মজিবুর রহমান বাবলুসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে ‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ শীর্ষক বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান সহ আগত অতিথিবৃন্দ। এ সময় উপজেলার অস্বচ্ছল সংস্কৃতিসেবীদের মাঝে সরকারী অনুদান হস্তান্তর করা হয়।
পরে তিনি চৌদ্দগ্রাম উপজেলা ভূমি অফিস ও পৌরসভার টিকাদান কর্মসূচি পরিদর্শন করেন। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আব্দুস সোবহান ভূঁইয়া হাসান, পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মনজুরুল হক, সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।