নীলফামারীতে সেচ সুবিধাভোগীদের প্রশিক্ষণ শুরু
নীলফামারী প্রতিনিধি, মো. শাইখুল ইসলাম সাগর, ০৯ জুন, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নীলফামারী সদরে তিস্তা সেচ এলাকায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেচ কার্যক্রম পরিচালনা ও পানি ব্যবস্থাপনা দলের দুইদিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে ক্যানেল তীরবর্তী পানি ব্যবস্থাপনা দল গুলোকে হালনাগাদ করতে হাতে কলমে প্রশিক্ষন দেওয়া হয়।
আজ বুধবার (৯ জুন) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের বিশমুড়ি গ্রামের চাঁদেরহাট ফাজিল মাদরাসা হলরুমে দুইটি দলে ৩০ জন কৃষক এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। আগামীকাল বৃহস্পতিবার (১০ জুন) বিকালে ওই প্রশিক্ষণ শেষ হবে।
প্রশিক্ষনে আধুনিক সেচ ব্যবস্থাপনা ও প্রযুক্তি নির্ভর কৃষি সম্পর্কে ধারনা দেওয়া হয়। এ ছাড়াও উন্নত মানের ফসল উৎপাদন করার লক্ষ্যে পানির সমবন্টন নিয়ে আলোচনা করা হয়।
রংপুর বাপাউবো এর উপ-প্রধান কৃষি তত্ববিদ (অঃদাঃ) রাফিউল বারি শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রধান কৃষিতত্ববিদ প্রদীপ কুমার বিশ্বাস।
বিশেষ অতিথি বাংলাদেশ পানি উন্নয়ন বোডের প্রধান মৃত্তিকা ও কৃষি জরিপ কর্মকর্তা ফজলুল করিম, রংপুর বাপাউবো এর মুখ্য সম্প্রসারন কর্মকর্তা আব্দুল হাকিম, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
উল্লেখ্য, কয়েক দফায় তিস্তা ব্যারেজ সেচ প্রকল্পের সেচ সুবিধাভোগীরা ৩০ জন করে কৃষক এই প্রশিক্ষনে অংশ গ্রহন করেন।