কুমিল্লার নতুন জেলা প্রশাসক মো: কামরুল হাসান দায়িত্ব গ্রহণ
কুমিল্লা জেলা প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ০৮ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দায়িত্ব গ্রহণ করলেন কুমিল্লার নতুন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। গত রবিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের কাছ থেকে দায়িত্ব ভার বুঝে নেন মোঃ কামরুল ইসলাম। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসনের কর্মকর্তাগণ। মোঃ কামরুল ইসলাম এর আগে হবিগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেছেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগ-কুমিল্লার উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাইন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আরিফুর রহমান সরদার উপস্থিত ছিলেন। কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরকে সুরক্ষা বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।