চৌদ্দগ্রাম ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, আবদুল মান্নান, ০৭ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে আলোচনা সভা ও বক্তব্য প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন সভাপতিত্ব সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূঁইয়া হাসান।
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ফারুক আহমেদ মিয়াজী, উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার, জেলা কৃষক লীগের সহসভাপতি মমিনুর রহমান ফটিক, সহসভাপতি আকতার হোসেন পাটোয়ারী, অধ্যাপক মফিজুর রহমান, মাহমুদুর রহমান খোকন, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, কাজী জাফর আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক শফিকুর রহমান,দপ্তর সম্পাদক নান্টু দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আবদুল জলিল রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এএসএম শাহীন মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহদপ্তর সম্পাদক আলমগীর হোসেন বিপ্লব, বন ও পরিবেশ সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সর্দার, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল হক মোল্লা বাবলু পৌর যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম পাটোয়ারী, স্বেচ্ছাসেবক লীগের বদিউল আলম পাটোয়ারী প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক কামরুল আলম মোল্লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ কাওসার হানিফ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার ছাত্রলীগের নেতাকর্মীর মাঝে ৭ মার্চের ভাষনের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এর আগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্ততক অর্পন করেন নেতৃবন্দ।