চৌদ্দগ্রামে বসন্ত বরণ ও গুণীজন সম্মাননা প্রদান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২৬ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লা চৌদ্দগ্রামে সিএফসিসির উদ্যোগে মাদক-বাল্য বিবাহ বিরোধী আলোচনা সভা, গুণীজন সম্মাননা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বসন্তবরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি আল আমিন সরকার।
সিএফসিসির প্রতিষ্ঠাতা পরিচালক ইউসুফ মজুমদারের সভাপতিত্বে ও আবদুর রব লাভলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার শাওন পালিত, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব-এডিটার সা মোঃ মছিহ্ রানা, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মফিজুর রহমান, চিওড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা বীথি রানী চক্রবর্তী, মুজিবুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গফুর ফারুক, উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনে সাধারণ সম্পাদক ইকরামুল হক মিন্টু, শিক্ষা সচিব শহিদুল ইসলাম ভুট্টু, সাংবাদিক আবদুল মান্নান, কামাল হোসেন নয়ন, এম এ আলম ও আনিসুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও খবরঃ-
চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত-৩
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ২৬ ফেব্রুয়ারী, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন; ট্রেনের ধাক্কায় উপজেলার গুণবতী ইউনিয়নের কৈতরা গ্রামের আবু মিয়ার ছেলে ইউসুফ, সড়ক দুর্ঘটনায় বগুড়া সদর উপজেলার চরডুপু গ্রামের আবু ছায়েদের ছেলে মনির হোসেন ও অপরজনের পরিচয় জানা যায়নি। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোঃ খোকন।
জানা গেছে, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমজাদের বাজার এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় পিকআপের হেলপার মনির হোসেন নিহত হন। মহাসড়কের পদুয়া রাস্তার মাথা এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির(২৯) লাশ উদ্ধার করা হয়। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রেললাইনের গুণবতী রেলষ্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় ইউসুফ নিহত হয়েছেন।