কুড়িগ্রামে নাগেশ্বরীতে ফ্লিম কায়দায় সেনাবাহিনীর সার্জেন্টের উপর হামলা

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি, ইব্রাহিম আলম সবুজ, ৩০ আগস্ট, ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ফ্লিমি কায়দায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রায়হান কবীরের উপর হামলার ঘটনা ঘটেছে।
জানা গেছে- গত ২৮ আগষ্ট দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দ বাজার এলাকার মৃত নজীর হোসেনের পুত্র সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রায়হান কবীর মটর সাইকেল চালিয়ে নিজ বাড়ী থেকে নাগেশ্বরী উপজেলা যাচ্ছিল। এমন সময় হামলাকারী তিনজন মটর সাইকেলে চেপে বসে তাকে ফলো করে তাড়া করতে থাকে।
এক পর্যায় নাগেশ্বরী উপজেলার ব্যাপারীরহাট এবং পয়ড়া ডাঙ্গা এলাকার মাঝামাঝি ফাঁকা স্থানে চলন্ত মটর সাইকেলর উপর থাকা সেনাবাহিনীর সার্জেন্টের মাথায় ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।
এসময় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রায়হান কবীর মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে আরো বেশী জখমের শিকার হন। হামলাকারী ৩ জনের মধ্যে একজনকে তিনি চিনতে পেরেছেন। সে হল- প্রতিবেশী এলাকা গোড়াই অর্জুনডারা মুন্সী পাড়া এলাকার মৃত নছর উদ্দিনের পুত্র নুরুজ্জামান।
বর্তমানে জখমপ্রাপ্ত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট রায়হান কবীর কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালানো হতে পারে। এব্যাপারে নাগেশ্বরী থানায় মামলা করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে পারিবারিক সুত্র জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *