২৮ কোটি ৫৭ লাখ টাকায় চেক জালিয়াতির মামলায় যুবক আটক
নোয়াখালী প্রতিনিধি, লূংফুল হায়দার চৌধুরী, ০৯ মার্চ, ২০২১ (বিডি ক্রাইম নিউজ ২৪) : নোয়াখালীর সেনবাগে ওয়ান ব্যাংকের দায়েরকৃত ঋণ খেলাপির মামলার ওয়ারেন্টভূক্ত আসামি নুর আলম সবুজকে ঢাকা হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার(৮ মার্চ) দুপুর ২টার দিকে তাকে নোয়াখালীর আদালতে সোপর্দ করা হয়। এর আগে রবিবার দুপুর আড়াইটার দিকে প্রবাস থেকে দেশে ফিরে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান থেকে নামলে বিমানবন্দর পুলিশের সহযোগীতায় সেনবাগ থানার এসআই সবুজ চন্দ্র পাল তাকে গ্রেফতার করে।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, গ্রেফতারকৃত নুর আলম সবুজ সেনবাগ উপজেলার সাদেকপুরের মৃত আবু তাহেরের পুত্র।
পুলিশসূত্রে জানা যায়, নুর আলম সবুজের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে ওয়ান ব্যাংক ২৮ কোটি ৫৭ লাখ টাকার ঋণ খেলাপির মামলা দায়ের করে। একই বছর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সে দীর্ঘদিন প্রবাসে অবস্থান করছিলো। রবিবার দেশে আসছে এমন খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।