২৭ জেলায় স্মার্টকার্ড বিতরণ শুরু কাল : ইসি

ঢাকা (নির্বাচন ভবনে), ০৮ আগস্ট, ২০১৮ (বিডি ক্রাইম নিউজ ২৪) : দেশের ২৭ জেলার নাগরিকদের মাঝে কাল থেকে স্মার্টকার্ড বিতরণ করবে নির্বাচন কমিশন (ইসি)। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

দেশের ২৭টি জেলার যেসব উপজেলায় স্মার্টকার্ড বিতরণ করা হবে এগুলো হলো- মানিকগঞ্জ সদর, মুন্সীগঞ্জ সদর, নরসিংদী সদর, শেরপুর সদর, জামালপুর সদর, ময়মনসিংহ সদর, টাংগাইল সদর, কিশোরগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর, লক্ষ্মীপুর সদর, চাঁদপুর সদর, ফেনী সদর, নাটোর সদর, চাঁপাইনবাবগঞ্জ সদর, সিরাজগঞ্জ সদর, নওগাঁ সদর, চুয়াডাঙ্গা সদর, মাগুরা সদর, ঝিনাইদহ সদর, সাতক্ষীরা সদর, কুষ্টিয়া সদর, যশোর সদর, রাজবাড়ী সদর, মাদারীপুর সদর, ভোলা সদর, মৌলভীবাজার সদর ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলা।

এর আগে ২০১৭ সালের ১ ডিসেম্বর একযোগে ৩৭টি জেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়। দেশে বর্তমানে প্রায় ১০ কোটি ৪০ লাখ ভোটার রয়েছেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *