সৌদি আরবে করোনায় আক্রান্ত চৌদ্দগ্রামের এক রেমিটেন্সযোদ্ধার মৃত্যু
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, মোঃ আবদুল মান্নান, ১৫ মে ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : সৌদিআরবে করোনায় আক্রান্ত হয়ে চৌদ্দগ্রামের রেমিটেন্সযোদ্ধা তাজুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের পূর্ব পাড়ার মজুমদার বাড়ির মরহুম মনিরুজ্জামান মজুদারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
জানা গেছে, জীবিকার তাগিদে তাজুল ইসলাম কয়েক বছর আগে সৌদিআরবের মদিনায় যান। সেখানে চাকরির অর্থ দিয়ে তাঁর সংসার ভালোই চলছিল। ভাগ্যের নির্মম পরিহাস-কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি মদিনার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হক, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সভাপতি মোঃ জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক সংগঠনের নেতৃবৃন্দ।