র্যাবের সাথে বন্দুক যুদ্ধে পাঁচবিবির শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত অস্ত্র ও মাদক উদ্ধার
admin
0 Comments
পাঁচবিবির, বন্দুক যুদ্ধে, মাদক উদ্ধার, র্যাবের সাথে, শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত অস্ত্র
জয়পুরহাট জেলা প্রতিনিধি, আল জাবির, ২২ এপ্রিল ২০২০ (বিডি ক্রাইম নিউজ ২৪) : পাচবিবিব জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যদের সাথে মাদক চোরাকারবারীদের গোলাগুলিতে পাঁচবিবির শীর্ষ মাদক ব্যবসায়ী একরামুল হোসেন আরিফ (৩২) নামের একজন নিহত হয়েছেন। এসময় দুই জন র্যাব সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান, ম্যাগাজিন, গুলি ও বিপুল পরিমান ফেনসিডিল এবং ইয়াবা উদ্ধার করা হয়।
জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের এক প্রেস রিলিজে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, ক্যাম্পের একটি আভিযানিক দল রাত আনুমানিক ০৩ ঘটিকায় জয়পুরহাট সদরের উত্তর শেখপুর গ্রামে চির নদীর পাশে তোকা শ্মশান ঘাট এলাকায় একটি বিশেষ মাদক উদ্ধার অভিযানে বাহির হয় র্যাব সদস্যরা। এ সময় মাদক চোরাকারবারীরা র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী মাদক ব্যবসায়ীরা র্যাব সদস্যদের লক্ষ্যে করে এলোপাথাড়ি গুলিবর্ষণ করেন।
পরে র্যাব সদস্যরা নিজেদের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। প্রায় ১০-১৫ মিনিট গুলি বিনিময়ের পর স্থানীয় জনগণের সহযোগিতায় ঘটনাস্থল তল্লাশী করে এক জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে আহত আরিফকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় ঘটনাস্থল থেকে বিদেশী পিস্তল-০১ টি, ওয়ান শুটারগান-০১ টি, তাঁজা গুলি-০৬ রাউন্ড, গুলির খালি খোসা-০২ রাউন্ড, ম্যাগজিন-০১ টি, ফেন্সিডিল-৫৫০ বোতল, ইয়াবা ট্যাবলেট-৪৭৫ পিস, মোবাইল সেট-০১ টি, সীমকার্ড-০১ টি উদ্ধার করা হয়। নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী একরামুল হোসেন আরিফ পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আঃ আজিজ মন্ডল আজিত এর ছেলে।
র্যাব জানায়, নিহত শীর্ষ মাদক ব্যবসায়ী একরামুল হোসেন আরিফ এর নামে পাঁচবিবি ও জয়পুরহাট সদর থানায় মাদক, অস্ত্র, পুলিশ এ্যাসল্ট মামলাসহ প্রায় ১৭/১৮ টি মামলা রয়েছে। উপরোক্ত বিষয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।